• ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে বস্তার সঙ্গে পানিতে পড়ে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মোছলে উদ্দিন মোল্লা (৪৫) ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

শ্রমিকেরা জানান, আজ সকালে কয়েকজন শ্রমিকেরা ভাঙন কবলিত সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন বস্তার সঙ্গে পানিতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় মোছলে উদ্দিনকে উদ্ধার করেছি। পরবর্তীতে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’