• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশের ১১ পরিদর্শককে বদলি আদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ২২:১০ অপরাহ্ণ
বরিশালে পুলিশের ১১ পরিদর্শককে বদলি আদেশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

আজ মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জ থানার ওসি এবং (ওসি) তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টের ১১ জনকে পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসাথে জেলা পুলিশের ১১ জন পরিদর্শককে বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক হিসেবেই দেখছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া ১১ জন পরিদর্শককে বদলিও তারই একটি অংশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল