• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদকের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ২২:২৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদকের পদ স্থগিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীর বহের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হলেও বিষয়টি বৃহস্পতিবার বিকেলে জানাজানি হয়।

চিঠিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং দলীয় নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ দেওয়াসহ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও বিএনপি দুঃসময়ের ত্যাগী কর্মী যুবদল নেতা ফজলে খোদা সুমন খলিফাকে আসামি করে হয়রানি, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে চলতি মাসের ৫ তারিখ আপনাকে শোকজ প্রদান করা হয়।

বিগত ৬ এপ্রিল চিঠির জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনার দলীয় পথ স্থগিত করা হলো। এছাড়াও পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আক্তার হোসেন নিজাম মীর বহের সঙ্গে নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে চিঠিতে।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত হওয়া অখিতার হোসেন নিজাম মীর বহর চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার প্রতি জেলা বিএনপির সদস্য সচিবের ব্যক্তিগত আক্রোশ, তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা না করেই আমার বিরুদ্ধে এই সিদ্ধন্ত নিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল