• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও গাছসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ২১:১৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও গাছসহ আটক ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজাপুর থানাধীন পূর্ব কানুদাসকাঠির বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে আব্দুর রহমান (২৪), কানুদাসকাঠি গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ছোট্ট (৩৪)।

পুলিশ জানায়- ডিবি পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে রাজাপুর থানাধীন নলবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ’ গ্রাম গাঁজাসহ জামাল হাওলাদার ছোট্টকে আটক করে। অপরদিকে পূর্ব কানুদাসকাঠির বাসিন্দা আব্দুর রহমানের বসত ঘরের পিছনের নিজ সবজি ক্ষেতে রোপনকৃত ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

আটককৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল