নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাজাপুর থানাধীন পূর্ব কানুদাসকাঠির বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে আব্দুর রহমান (২৪), কানুদাসকাঠি গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ছোট্ট (৩৪)।
পুলিশ জানায়- ডিবি পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে রাজাপুর থানাধীন নলবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ’ গ্রাম গাঁজাসহ জামাল হাওলাদার ছোট্টকে আটক করে। অপরদিকে পূর্ব কানুদাসকাঠির বাসিন্দা আব্দুর রহমানের বসত ঘরের পিছনের নিজ সবজি ক্ষেতে রোপনকৃত ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
আটককৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।