নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত এলাকার বাইরে গৌরনদীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী কারবারিকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছে বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এএসআই আউয়াল।
এছাড়া ছেড়ে দেওয়ার আগে আটক নারীর কাছে থাকা অসংখ্য ইয়াবা ও নগদ ৭৪ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ অভিযোগ তুলে মাদকসহ আটক নারীর স্বামী মিজান বরিশাল নগর পুলিশের কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপর অভিযুক্ত এএসআইর বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন বরিশাল নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির।
ঘটনার তদন্ত শেষে গত রোববার (৬ এপ্রিল) তাকে বরখাস্ত করা হয়।
বুধবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। এ ঘটনার তদন্ত করেছেন নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেন।
এর আগে গত ২৬ মার্চ বরিশাল নগর গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই আউয়াল জেলার গৌরনদী উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে অভিযানে যায়। তখন মাদক কারবারি মিজানের স্ত্রীকে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করে আউয়াল। পরে ইয়াবা ও টাকা রেখে আটক স্ত্রীকে ছেড়ে দিলে নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের কাছে অভিযোগ দেন স্বামী মিজান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদক কারবারি মিজানের স্ত্রীকে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করে এএসআই আউয়াল। এরপর সঙ্গে থাকা ইয়াবাসহ নগদ ৭৪ হাজার টাকা রেখে অভিযুক্ত নারীকে ছেড়ে দেয় আউয়াল। ওই নারীর স্বামী মাদক কারবারি মিজান বিষয়টি বরিশাল নগর পুলিশের কমিশনারকে জানান। এরপর নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির আউয়ালের বিরুদ্ধে কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের তদন্ত করেন সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই আউয়ালকে ৬ এপ্রিল সাময়িক বরখাস্ত করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, নগর গোয়েন্দা শাখার এএসআই আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান আছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।