• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় তালতলীতে ঈদের নামাজ চলাকালীন ইমামকে ছু’রি’কা’ঘা’তে হ’’ত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫, ২৩:১৫ অপরাহ্ণ
বরগুনায় তালতলীতে ঈদের নামাজ চলাকালীন ইমামকে ছু’রি’কা’ঘা’তে হ’’ত্যার চেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজ চলাকালীন ইমামকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মো. মাসুম বিল্লাহ (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন মুসল্লিরা।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শারিকখালি ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদার বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক মাসুম বিল্লাহ করাইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের সাইদুল কাজীর ছেলে।

ভুক্তভোগী ইমামের নাম মো. ইমরান হোসেন। তিনিও আলীর বন্দর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে ও আঙ্গাপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও ইমরান একসময় বন্ধু ছিলেন। পরে ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে সোমবার সকালে ঈদের নামাজের সময় ইমরানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন মাসুম। পরে মুসুল্লিরা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী ও আঙ্গারপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় মাসুম বিল্লাহ একটি ছুড়ি বের করে ইমামকে আক্রমণের চেষ্টা করেন। এ সময় নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরি।’’

এ বিষয়ে ইমাম মো. ইমরান হোসেন বলেন, ‘মোবাইল চুরির একটি ঘটনা নিয়ে মাসুমের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এর জেরে হত্যার উদ্দেশ্যে আমর ওপর হামলা চালানো হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’