• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১১৫ নবীন হাফেজকে বরিশাল মহানগর ছাত্রশিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ২৩:৪১ অপরাহ্ণ
১১৫ নবীন হাফেজকে বরিশাল মহানগর ছাত্রশিবিরের সংবর্ধনা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ১১৫ জন নবীন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বরিশাল মহানগর ছাত্রশিবির। আজ বুধবার (১৯ মার্চ) ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ(রাফি), মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হাফেজ আতিকুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম বলেন, দ্বীন প্রতিষ্ঠায় হাফেজদের অবদান অতুলনীয়। মক্কায় রাসুল (সা.) যখন কোরআনের দাওয়াতি কাজ করেছেন তখন কোরআনের আকৃষ্টে মানুষ ছুটে আসতেন। কাফেররা দিনের বেলায় কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে রাতে গোপনে এসে কোরআন তিলাওয়াত শুনতেন। ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় পাওয়া হাফেজ হওয়া। কোরআনের জন্য হাফেজদের সম্মান করেন। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাফেজরা অগ্রসর হলে বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এ দেশের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা আজকে এই সুন্দর আয়োজন করতে পেরেছি। আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি।