• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহেবেরহাটে থানায় অভিযোগ দেয়ায় বাদীর স্বামীসহ ২ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ২৩:৪২ অপরাহ্ণ
সাহেবেরহাটে থানায় অভিযোগ দেয়ায় বাদীর স্বামীসহ ২ জনকে কুপিয়ে জখম
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার॥ বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারে জোরপূর্বক দোকান দখলের ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষে ২ জনকে কুপিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত সূত্রে জানা বিগত অনেক বছর আগে জমি ক্রয় করেছে জৈনিক হামিদ গাজীর কাছে থেকে। জমি ক্রয় করার পরে তারা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে সুরুজ হাওলাদার নামের এক ব্যবসায়ী। গত কয়েকদিন পূর্বে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে এসে দেখে দোকানের সামনে লিখন নামের একজনের সাইন বোর্ড। সে বিষয়টি নিয়ে লিখন খানের সাথে কথা বলতে গেলে সুরুজকে হত্যার হুমকি দেয় লিখন খান। আহত সুরুজ আরো জানায় এবিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পে অভিযোগও দেয়া হয়েছি। লিখন খান কারো কোন কথার তোয়াক্কা না করেই আমার দোকান ঘরটি দখলে নেয়। স্থাণীয়রা জানায়, এবিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহত সুরুজের স্ত্রী লাকি বেগম। অভিযোগের ব্যাপারে বন্দরথানার এ এস আই ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গেলে তিনি ঘটনার সত্যতা পান। এস আই ফারুক হোসেন জানান, আমি ঘটনার সত্যতা পেয়েছি এবং ২ পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ্ব দিয়েছি। প্রত্যাক্ষদর্শীরা জানান, এএসআই ফারুক চলে যাওয়ার পরেই বাদীনির স্বামী সুরুজের উপর অর্তকিত হামলা চালায় লিখন খান সহ তার ভাইয়েরা। এসময় সুরুজকে বাচাতে এগিয়ে আসে সাইফুল ইসলাম খান। তখন তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে লিখন গংরা।

স্থানীয়রা জানায়, সাহেবেরহাট বাজারের লিখন খান অনেক মানুষের জমিজমা নিজের দখলে রেখে ঝামেলার সৃষ্টি করছে। তার টাকায় থানা চলে তার বিরুদ্ধে কেউ থানায় গেলে কোন কাজ হয় না বলেও অভিযোগ করে এলাকাবাসী। বন্দর থানার এস আই আবদুল জালিলের ছত্রছায়ায় এমন ঘটনা ঘটে। সাহেবেরহাট বাজারের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিষয়টি বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।