• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৪:৪৬ অপরাহ্ণ
বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় নগরীর কাউনিয়া থানধীন পলাশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

মাদকসহ সকল ধরনের অপরাধ নিবারণে আজ ১৬ মার্চ ২০২৫ খ্রি. সকাল ১০ টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও এপিবিন এর বিভিন্ন পদ-পদবীর প্রায় আড়াইশো সদস্যের সমন্বয়ে গঠিত অভিযানিক টিম এ সময় পলাশপুর বস্তির প্রতিটি ওলিতে গলিতে চিরুনি অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) জনাব মশিয়ার রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ।