• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁ*দাবা*জির স্থান বিএনপিতে হবে না: মনিরুজ্জামান ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ২২:৫১ অপরাহ্ণ
চাঁ*দাবা*জির স্থান বিএনপিতে হবে না: মনিরুজ্জামান ফারুক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকায় বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ শুনে সেই এলাকায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো চাঁদা বা বাকীতে কোনো পণ্য চাইলে দ্রুত তাকে বন্দী করে পুলিশে ধরিয়ে দিন। আপনি না পারলে আমাকে বা সদস্য সচিব জিয়া সিকদারকে ফোন করুন।

এসময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে নিজের ফোন নম্বর তুলে দিয়ে মনিরুজ্জামান ফারুক আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মেনে চলতে আমরা প্রতিশ্রুতিব্ধ। চেয়ারম্যানের পরিষ্কার নির্দেশ রয়েছে দুর্নীতিবাজ ও চাঁদাবাজির স্থান বিএনপিতে হবে না। এর আগের দিন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন নগরীর বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ছুটে যান। তিনি সবাইকে সতর্ক করে বলেন, বিএনপির নামে কেউ চাঁদা চাইলে বেধে রাখবেন। এরপর পুলিশ অথবা আমাদের খবর দেবেন। যারা চাঁদাবাজি করে তাদের স্থান বিএনপিতে নেই।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল