• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ২২:৩৯ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন: রহমাতুল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশালের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারে এই ইফতারির আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়নার ৪ টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন। পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে স্বৈরাচারী তার কন্যা শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানা ভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে। বিগত ১৫ বছর সাংবাদিকদের নিয়ে ইফতার করতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে এ বছর তা সম্পন্ন করতে পেরেছি।

তিনি আরও বলেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের তালাশ পত্রিকা দেশের গণতন্ত্র রক্ষার্থে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রবিণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সুমন চৌধুরী, সাংবাদিক সাইফুর রহমান মিরন, পারভেজ রাসেল, অপুর্ব অপু, মুশফিক সৌরভসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।