• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মানতা সম্প্রদায়ের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ২২:৪০ অপরাহ্ণ
বরিশালে মানতা সম্প্রদায়ের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানতা সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১২টায় বরিশাল সদর উপজেলার সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান।

অনুষ্ঠানে অতিথিরা মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক নানা দিক তুলে ধরেন।

পরে ১১০টি মানতা পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, এবং হলুদ, মরিচ, জিরাসহ প্রয়োজনীয় মশলা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা প্রশাসন জানায়, ধাপে ধাপে বরিশাল সদর উপজেলার ৩১৬টি মানতা পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল