রোববার (১৯ অক্টোবর) মৎস্য অধিদফতর ও পটুয়াখালী নৌ পুলিশ স্পিডবোট ও ট্রলার নিয়ে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় জেলেরা কর্মকর্তাদের ওপর আক্রমণ করে।
এ ব্যাপারে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, ‘আমরা মা ইলিশ সংরক্ষণে তেতুলিয়া নদীতে রাতদিন অভিযান পরিচালনা করে আসছি। আজ বিকেলে অভিযানের সময় জেলেরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের তিনজন আহত হয়।
এ সময় ৩ জন জেলেকে আটক করা হয়। বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাদেরকে ৩ মাস করে কারাদণ্ড দেয়। দণ্ডিত জেলেরা হলেন, মোঃ অসিম আকন (৪০), মোঃ জসিম আকন (৩৮) ও মোঃ রেজাউল আকন (৪৫)। তারা সবাই বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা।
গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর এই ২২ দিন ইলিশ উৎপাদন বাড়াতে সমুদ্র ও নদীতে মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। মা ইলিশ সংরক্ষণে সকাল-সন্ধ্যা অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও প্রশাসন।
পটুয়াখালীতে ১ লক্ষের বেশি জেলে রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত জেলে ৮০ হাজার ২০ জন। এর মধ্যে ৬৭ হাজারের বেশি জেলেকে ইলিশের প্রজোনন মৌসুমে ২৫ কেজি করে সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

