• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে তা সামাল দেব : বরিশালে সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ২০:৫২ অপরাহ্ণ
নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে তা সামাল দেব : বরিশালে সিইসি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন, তা হাসিমুখে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বি‌কে‌লে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য, নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়। পথে যত চ্যালেঞ্জই আসুক, আমরা হাসিমুখে তা সামাল দেব।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকা‌লে প্রধান নির্বাচন কমিশনার বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল