• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সাকুরা পরিবহনের নিচে মোটরসাইকেল ঢুকে মুহূর্তে জ্বলে উঠলো আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ২২:৫৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে সাকুরা পরিবহনের নিচে মোটরসাইকেল ঢুকে মুহূর্তে জ্বলে উঠলো আগুন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কর্মকর্তা শ্রীভাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের বাসটি। প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বাস থেকে নেমে আসায় তারা প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শ্রীভাস জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত বাসের যাত্রীরা সবাই নিরাপদে আছেন।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল