• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় মালিক-কসাইকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ২৩:৩৪ অপরাহ্ণ
বরিশালে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় মালিক-কসাইকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জের অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ অক্টোবর) উপজেলার কলসকাটি ইউনিয়নের দিয়াতলী গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়াতলী গ্রামের মোহাম্মদ মনসুর আলী হাওলাদারের দুধের গাভিটির বাড়িতে বসে বাম পা ভেঙে যায়। গরুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক দালাল এর মাধ্যমে অসুস্থ গরুটিকে বাকেরগঞ্জের হেমায়েত ওরফে রাসেল কসাই এর কাছে বিক্রি করে। শনিবার রাত ১২ টার দিকে জবাই করা হয়। অনেকেই বলছেন অসুস্থ গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানার পুলিশ গিয়ে মনসুর আলী হাওলাদার এর দুই ছেলে রাসেল হাওলাদার ও জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের নির্দেশে বাকেরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ওই গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয় এবং গরুর মালিক ও কসাইকে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল