নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি বিগত দিন ছিলো এবং ভবিষতেও থাকবে। আপনারা নিবিঘেœ পূজা উদযাপন করুন। প্রশাসনের পাশাপাশি আপনাদের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা রয়েছে।
রবিবার বেলা ১১টায় বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন মথুরানাথ পাবলিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে প্রায় পাঁচ শতাধীক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে। উল্টো তারা বিএনপির উপর দোষ চাপিয়েছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এলবার্ড বল্লব রিপন, পূজা উদযাপন কমিটির নেতা ভাষাই কর্মকার, লিমন সাহা কানু, মহানগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আকবর ও আনোয়ারুল হক তারিন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ।
পরে মজিবর রহমান সরোয়ার সন্ত্রাসী হামলায় আহত সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন শাকিল মাহমুদ পাপ্পুকে দেখতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।