• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২৩:৩১ অপরাহ্ণ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পুর ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব।

এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী সংসদের নেতৃবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন- তুচ্ছ বিষয় নিয়ে দু’জন পেশাদার সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীরা যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

আমরা এই ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পেশাদার সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল