• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২৩:২২ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির পিছনের অংশ ভেঙে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা জানাতে বের হন তিনি। তখনই একটি দল তার গাড়ির গতিরোধ করে ডিম ও ইট ছুড়ে হামলা চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ইব্রাহিম খলিল আহত হন।

তিনি বলেন, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ২৫–৩০ জন। হামলার সময় তিনি ফেসবুক লাইভে এসে ঘটনার কিছু অংশ সরাসরি সম্প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, একদল যুবক তার গাড়ির দিকে ডিম ছুড়ে মারছে।

হামলায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল মাতব্বরকে নেতৃত্ব দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘পরিচিত মুখ সাইদুর রহমান লিটন ও ছোট ভাই শাকিলের নেতৃত্বে আমার জন্মস্থানে আমার উপর হামলা চলছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমাকে আঘাত করে তারা ভাবছে হয়তো ভালো পদ পাবে, তাদের জন্য শুভকামনা রইল।’

পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং জানিয়েছেন, খুব শিগগিরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন ও আইনি পদক্ষেপ নেবেন।

তবে, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল