নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন, তৌহিদী ছাত্র-জনতার বিজয়, গণমানুষের স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর ও সদর উপজেলার উদ্যোগে গণ মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জননেতা জনাব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী আমির জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল সদর উপজেলার আমির জনাব মাওলানা শফিউল্লাহ তালুকদার এবং বরিশাল সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব গাজী মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।