নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টের ঐতিহাসিক স্মৃতিকে জাগরূক রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শায়েস্তাবাদ ইউনিয়ন যুব বিভাগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শায়েস্তাবাদ ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রীতি এই ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে যুব বিভাগ শায়েস্তাবাদ ইউনিয়ন। বৃষ্টিস্নাত দিন হওয়া সত্ত্বেও স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার প্রাণবন্ত পরিবেশ ও খেলোয়াড়দের নিষ্ঠা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও যুব বিভাগের তদারককারী অধ্যাপক কাওছার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর যুব বিভাগের সদস্য অ্যাডভোকেট কাওসার হোসেন, সদর উপজেলার যুব বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সেক্রেটারি মোঃ ইয়াসিন খান।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি ওমর ফারুক এবং সেক্রেটারি মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শায়েস্তাবাদ ইউনিয়নের সভাপতি তারেক আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাওছার হোসাইন বলেন, “আমাদের খেলাধুলার পেছনেও একটি সৎ উদ্দেশ্য রয়েছে—তা হলো শরীর গঠন ও ভ্রাতৃত্ব বজায় রাখা।”
বিশেষ অতিথি অ্যাডভোকেট কাওসার হোসেন বলেন, “খেলার মাঠে দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকল খেলোয়াড়, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।