• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ছিনতাইয়ের সময় ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ২২:৪৭ অপরাহ্ণ
পিরোজপুরে ছিনতাইয়ের সময় ভুয়া পুলিশ আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সাইফুল অনলাইনে ‘অ্যাপাচি ফোরভি’ নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস ও শুভ নামে দুই জন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলাম ও আরও তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।এসময় অন্য তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।