নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বেপরোয়াগতির পরিবহনের চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ও আহতর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাঁপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ ও আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।