• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কিসের পি আর, জনগন যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে : মেজর (অব.) হাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ২২:৪৮ অপরাহ্ণ
কিসের পি আর, জনগন যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে : মেজর (অব.) হাফিজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : কোনো পতিত স্বৈরাচারকে আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু বর্তমান উপদেষ্টাদের মধ্যে ফ্যাসীবাদের দোসর আছে।

মেজর (অব.) হাফিজ আরো বলেন, কীসের পি আর কীসের কী। নির্বাচন হবে জনগনের জন্য। জনগন যাকে ভালো মনে করে তাকে ভোট দিয়ে এমপি বানাবে।

শনিবার (২৬ জুলাই) নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা ও পৌর: বিএনপির ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মেজর হাফিজ আরো বলেন,বিএনপিসহ সমমনা দলগুলো ড. মুহাম্মদ ইউনূছকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূছ ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরো ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। তাদের মূল্যায়ণও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে।

লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক এ সন্মেলনের উদ্বোধন করেন মেজর হাফিজ। অনুষ্ঠান শেষে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি পদে জাফর ইকবাল, সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবুল এবং লালমোহন পৌর: বিএনপির সভাপতি পদে ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবুলকে নির্বাচিত করা হয়।