• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভুয়া জমির পর্চা, দুই দলিল লেখকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
বরিশালে ভুয়া জমির পর্চা, দুই দলিল লেখকের দণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় ভুয়া জমির পর্চা তৈরি করে দলিল করার অভিযোগে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাহমুদ হাসান সজল (৩৮), পিতা : আ. কুদ্দুস বয়াতী, গ্রাম : দক্ষিণ পিঙ্গলাকাঠী, গৌরনদী; ও মো. ইমন (৪০), পিতা : মৃত মহসিন উদ্দিন, গ্রাম : মধ্য হোসনাবাদ, গৌরনদী, বরিশাল।

এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।