নিজস্ব প্রতিবেদক : বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। রোগটিতে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে বামনায় ৪, আমতলীতে ১, তালতলীতে ৪ ও পাথরঘাটায় ৯ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭৫ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত চার হাজার ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৮৪৫ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। অন্য হাসপাতালের মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে বরগুনায় রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৫।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আমাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চিকিৎসা সেবায় সক্ষমতা অর্জন করেছে। আর এ কারণেই আক্রান্ত রোগীর বেশিভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুর জটিল রোগীদের জন্য বরগুনা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা যদি আরেকটু বাড়ানো যায়, বিশেষ করে আইসিইউ সুযোগ-সুবিধা যুক্ত হলে তাদেরও আমরা ভালো চিকিৎসা দিতে পারবো।