• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার সাবেক এমপি শম্ভুর বাড়ি, জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ২২:২৮ অপরাহ্ণ
বরগুনার সাবেক এমপি শম্ভুর বাড়ি, জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর চেম্বার, বাড়ি ও জমি ক্রোক এবং ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহপরিচালক খাইরুল হাসান আজ আদালতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বরগুনা সদরের চেম্বার, বাড়ি, বরগুনার আমতলী, তালতলি ও বড় নিশানবাড়িয়ায় মোট ১০ একর ৩৯ শতাংশ জমি এবং রাজধানীর আফতাবনগরে ৫ কাঠা জমি ক্রোকের আবেদন করেন। এসব সম্পদের মূল্য ২ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া সাবেক এই সংসদ সদস্যের ১৬টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকা অবরুদ্ধের আবেদন করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানকালে দুদক জানতে পারে, তিনি তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজধানীর উত্তরা এলাকা থেকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। অভ্যুত্থানকে কেন্দ্র করে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা হয়।