• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৫, ২২:২৮ অপরাহ্ণ
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী।

অভিযুক্তরা হলেন- উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) এবং একই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দু’জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দু’জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল