নিজস্ব প্রতিবেদক: কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, কর্মী সভার প্রধান বক্তা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম,বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মন্টু খান,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জব্বার শিকদার।
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম বাবুল ও সভাপতি ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম সাবু।এসময় উপস্থিত বরিশাল সদর উপজেলার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী হয়দার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সাজ্জাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক সফিকুল ইসলাম সজল সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।