• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কা*টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৫, ২৩:৩১ অপরাহ্ণ
বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কা*টার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সরকারি বন বিভাগের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, তিনি সহযোগীদের নিয়ে তিলের চর নতুন ব্রিজ সংলগ্ন এলাকার বন বিভাগের একটি বিশাল আকৃতির রেইন্ট্রি গাছ কেটে বিক্রি করেছেন। এ ঘটনায় এলাকাবাসী বৃহস্পতিবার (১৯ জুন) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, গাছটির বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন ও তার লোকজন গাছটি কেটে নিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। তবে স্থানীয়রা ভয়ের কারণে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আমরা গাছটি উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছি এবং মামলার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।”

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, গাছটি কাটার বিষয়ে আমি তাদের মৌখিকভাবে নিষেধ করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি।”

অভিযুক্ত সিদ্দিকুর রহমান মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, কিছু মহল অপপ্রচার চালাচ্ছে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল