নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ জুন) নথুল্লাবাদ এলাকায় শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে বোর্ড চেয়ারম্যানকে তার সরকারি গাড়ির ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তারা।
এর আগে একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। এ সময় তারা পরীক্ষার তারিখ পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দিতে থাকেন। পরে বোর্ড চেয়ারম্যান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। পাশাপাশি এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে পূর্বের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবি জানান।
পরীক্ষার্থীরা বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এজন্য তারা বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী বলেন, এটা শুধু বরিশাল শিক্ষাবোর্ডের একার বিষয় নয়। পরীক্ষা পেছানো না পেছানো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।