• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্বশিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ২২:০৬ অপরাহ্ণ
আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্বশিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমে শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুনে বুকে জ্বালি’’ শিশুরা স্কুলে যাবে কাজে নয়।

এই শ্লোগান নিয়ে রবিবার সকালে বিশ^ শিশুগ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী অফিস ও এনএসএস এ দিবসটি পালন করে।

রবিবার সকাল ১০টায় ডাকবাংলো চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো হল রুমে মৃদুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, শিক্ষক সোহরাব হোসেন, ঝুমা রানী, রাহিমা বেগম, মিজানুর রহমান, মুক্তা রানী ও হাসিবুল ইসলাম প্রমুখ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল