• ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাদিয়া রহমান জামিনে মুক্ত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২৫, ২২:১৪ অপরাহ্ণ
টঙ্গীবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাদিয়া রহমান জামিনে মুক্ত।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার টঙ্গীবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাদিয়া রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

আজ রবিবার ১জুন বরিশাল আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন তিনি।

এর আগে গত বুধবার ২৮ মে অস্ট্রেলিয়া বসবাসরত সন্তানদের কাছে যাওয়ার পথে তিনি আটক হন। বরিশাল সদর উপজেলাধীন টঙ্গীবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিয়া রহমান অস্ট্রেলিয়া যাওয়ার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

তার স্বামী এ.আর. খান সাবেক সচিব ও এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান ছিলেন স্বামীর মৃত্যুর পর নাদিরা রহমান রাজনীতি অঙ্গনে যোগদান করেন, সমাজসেবার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছিলেন তিনি।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কয়েক বারের চেয়ারম্যান কে হারিয়ে তিনি বিজয় অর্জন করেন।

গত বুধবার ঢাকায় ইমিগ্রেশন পুলিশ আটকের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় হস্তান্তর করে তাকে।

বন্দর থানা পুলিশ থানায জানায় বিএনপি অফিস পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার ২৯ মে বরিশাল আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।