নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন প্রার্থীকে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। ঘোষিত মনোনয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানকে বাদ দিয়ে অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় পর্যায়ে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা–বরিশাল মহাসড়কে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন বলেন, ফ্যাসিবাদী শাসনামলের কঠিন সময়ে বেগম সেলিমা রহমান মাঠে থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের পাশে ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর চালানো নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
এ সময় অন্যান্য নেতাকর্মীরা অভিযোগ করেন, এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রীকে মনোনয়ন থেকে বঞ্চিত করায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ।
তাঁরা জোর দাবি জানিয়ে বলেন, ঘোষিত মনোনয়ন বাতিল করে সার্বিক দিক বিবেচনায় বরিশাল-৩ আসনে বেগম সেলিমা রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।
দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।