• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ২২:২৭ অপরাহ্ণ
বরিশালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সদ্য যোগদানকারী বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভা শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সাথে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রশাসনিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উভয়েই বরিশাল জেলার নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের মতবিনিময়কে গণমানুষের সেবায় প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল