• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে আনা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ২২:৩২ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে আনা রিট খারিজ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়ে রিটের পক্ষের আইনজীবী মো: ইয়ারুল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন-এখন দেশের মানুষ নির্বাচনমুখি, এই রিট এই সময়ে উপযোগী নয়। তখন আমি দেশের বৃহত্তর স্বার্থে রিটটি শুনানি করব না বলি। এরপর আদালত রিটটি উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করে দেন।’

নিবিন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র পক্ষে গত ৩ ডিসেম্বর রিট আবেদনটি করেন দলটির মহাসচিব মো: ইয়ারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে রুল ও নির্দেশনা চাওয়া হয়। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল