• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বি’স্ফো’র’ণ, দ’গ্ধ ৩ জেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ২১:২৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বি’স্ফো’র’ণ, দ’গ্ধ ৩ জেলে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খাপড়াভাঙ্গা নদীর একটি তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।

দগ্ধ তিন জেলে হলেন– জহির হোসেন (৫৫), শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০)। এর মধ্যে জহির হোসেনের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলে শহিদুল বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ট্রলারের মধ্যেই বসে ছিলাম। হঠাৎ গ্যাসের সিলিন্ডারে বিকট শব্দ হয় এরপর আগুন ধরে যায়। এতে আমাদের হাত-পা অনেকটা পুড়ে যায়।’

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিল। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই মৎস কর্মকর্তা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল