• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়া সেকশন মাঠ রক্ষায় শিশুদের দেয়াল লিখন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ২৩:৪২ অপরাহ্ণ
কাউনিয়া সেকশন মাঠ রক্ষায় শিশুদের দেয়াল লিখন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া সেকশন মাঠ রক্ষার দাবিতে শিশুদের উদ্যোগে এক অনন্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ছোট ছোট শিক্ষার্থীরা রঙ, তুলি আর স্লোগান হাতে মাঠের চারপাশের দেয়ালে লিখে জানান দেয় মাঠ বাঁচানোর দাবি। নানা বয়সী শিশুরা দেয়ালে লিখেছে— ‘রক্ত দেব মাঠ দেবনা’, ‘তুমি কি মাঠ খেকো?’ ‘খেলাধুলার মাঠ চাই’, ‘ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও’—এরকম হৃদয়স্পর্শী বার্তা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে দখল ও অব্যবস্থাপনার হুমকির মুখে রয়েছে। মাঠে খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের বড় মাধ্যম হয়ে উঠেছিল এই স্থানটি। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠ দখলের অপতৎপরতায় শিশু-কিশোরদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং জেলা পুলিশ মাঠটি দখলে নিতে চাচ্ছে। যা একটি প্রজন্ম ধ্বংস করবে।

 

 

স্থানীয় অভিভাবক মনিরা পারভীন মিনু জানান, এই মাঠে আমার বাচ্চাসহ এলাকার অসংখ্য বাচ্চারা খেলাধুলা করে। এলাকার একমাত্র মাঠ এটি কিন্তু মাঝেমধ্যেই মাঠটি দখলের সংবাদ শুনি। কখনো পুলিশ, কখনো দখলদাররা। কিন্তু কোন মতেই এই মাঠ দখল হতে দিবনা। শিশুরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

কাউনিয়া আছমত মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ টি দেয়ালে শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ যার যার মত করে অধিকারের কথাগুলো তুলে ধরে। এই দেয়াল লিখন কর্মসূচী পরিচালনা করে কাউনিয়া সেকশন মাঠ রক্ষা ও সংস্কার কমিটি।

কমিটির আহবায়ক মোঃ আমীর খসরু ও সদস্য সচিব মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন, প্রায় ৮০ বছর ধরে এই মাঠ অত্র এলাকার মানুষজন ব্যবহার করে আসছে। শিশুদের খেলাধুলা থেকে শুরু করে জানাজা এই মাঠে হয়। কিন্তু জেলা পুলিশ বারে বারে বিকল্প জায়গা থাকা স্বত্বেও মাঠটি দখলে নিতে চায়। তারা প্রাচীর নির্মাণ করেছিল যা শিশুরা ভেঙ্গে দেয়। আজ আবার শিশুরা দেয়াল লিখন কর্মসূচী করছে। আমাদের কমিটির পক্ষ থেকে সর্বদা তাদের প্রতি সহযোগিতা থাকবে। একইসাথে বরিশালের আপমর জনতাকে মাঠ রক্ষার জন্য এগিয়ে আসার আহবান জানাই।’

এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. সুভাষ দাশ নিতাই, মাঠ রক্ষা কমিটির যুগ্ম- আহবায়ক অধ্যাপক মতিউর রহমান, চিত্রশিল্পী ইব্রাহিম ইসলাম, শুকতারা খেলাঘরের আজীবন সদস্য জাহিদ ইসলাম দিপু আছমত মাস্টার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল