• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মাদকের আসর থেকে আটক ৩, হাতকড়া নিয়ে পালালো ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ২২:৩২ অপরাহ্ণ
বরিশালে মাদকের আসর থেকে আটক ৩, হাতকড়া নিয়ে পালালো ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে মাদকের আসর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় সরঞ্জামসহ চারজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশের একটি দল। এদের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার মামুন, আল-আমিন। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন- মিরাজ ও রাসেল। এ সময় সন্দেহভাজন হিসেবে রাজু নামের এক যুবককে আটক করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রাজু নামের এক যুবককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ বলেন- পালতকদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল