• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মহানগর আ’লীগ নেতা খান মামুন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২৫, ২৩:৩২ অপরাহ্ণ
বরিশাল মহানগর আ’লীগ নেতা খান মামুন আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে ৭ টার দিকে উওরায় খান মামুনের নিজের বাসা থেকেই তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।বিষয়টি মামুনের সহধর্মিণী মিসেস লাইজু খান নিশ্চিত করেছেন।তিনি জানান,সকালে ডিবি পুলিশের একটি দল এসে মামুনকে নিয়ে যায়।তিনি বর্তমানে উওরা থানা পুলিশের হেফাজতে আছেন।

ওদিকে বরিশাল মহানগর পুলিশের একটি সুত্র জানায় খান মামুনকে বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় শোন এরেস্ট দেখানো হবে।

মাহমুদুল হক খান মামুন বরিশাল মহানগর আওয়ামীলীগের একটি গ্রুপের অন্যতম প্রধান নেতা ছিলেন। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পরে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে আত্মগোপনে চলে যান খান মামুন। বরিশাল বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের দায়ের করা পৃথক দুটি মামলার কোনটারই নামধারী আসামী নন তিনি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল