• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৫, ২৩:১৮ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রেসক্লাবের টিনশেড হলরুমের ৭টি বৈদ্যুতিক পাখা, প্রায় একশত মিটার বৈদ্যুতিক তার, ২০টি এলইডি লাইট, পুরোনো স্টিলের চেয়ার নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে এ ঘটনা ঘটে।

প্রেসক্লাবের অফিস সহায়ক মো. মানিক হোসেন জানান, সকালে ক্লাবের টিনসেড হলরুমে গিয়ে দেখতে পান ৯টি ফ্যানের মধ্যে ৭টিই নেই। স্টোর রুমে থাকা ব্যাডমিন্টন মাঠের প্রায় ১০০ মিটার তার, ২০টি লাইট ও বেশ কিছু স্টিলের চেয়ার নেই। ধারণা করা হচ্ছে, হলরুমের ডাইনিং স্পেসের ওপরের টিন ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছেন।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল বলেন, শহরের একেবারে প্রাণকেন্দ্রে থাকা প্রেসক্লাবের মতো একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা অবিশ্বাস্য। এমন হলে নগরীর নিরাপত্তা কোথায়? বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রেসক্লাব কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল