• ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির জেলা বিএনপির কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ
ঝালকাঠির জেলা বিএনপির কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ প্রতিবেদক: ঝালকাঠির জেলা বিএনপির আসন্ন কাউন্সিল কেন্দ্র করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে একটি চক্র। এই সংবাদ বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিতে না পড়তে বিএনপির তৃণমূল পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক করেছেন বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক ভিপি ও বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিটি নজরে আসে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদের স্বাক্ষর জাল করে দুই সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে সভাপতি ও মাহাবুবুল হক নান্নুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিষয়টি নজরে আসতেই ভুয়া ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বরিশাল বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাহাবুবুল হক নান্নু বলেন, এই চিঠিটি ভুয়া। কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন হবে। এতে ভীত হয়ে একটি মহল নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই।

ঝালকাঠির জেলা বিএনপির একাধিক নেতা বলেন, এ রকম মিথ্যাচার করে দুজন কেন্দ্রীয় নেতার ভাবমূর্তি নষ্ট করা খুবই দুঃখজনক।