• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প’রকী’য়া প্রেমিকের সঙ্গে আ’পত্তি’কর অবস্থায় প্রবাসীর স্ত্রী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫, ২৩:০১ অপরাহ্ণ
বরিশালে প’রকী’য়া প্রেমিকের সঙ্গে আ’পত্তি’কর অবস্থায় প্রবাসীর স্ত্রী, ভিডিও ভাইরাল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: বরিশালের উজিরপুরে ঘরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এতে সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বামরাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। বাধার সময় ওই নারী অনেক অনুরোধ করেও রক্ষা পাননি।

নির্যাতনের শিকাররা হলেন: সাদ্দাম হোসেন গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে ও সৌদি প্রবাসীর স্ত্রী।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছে, সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার সকালে ওই নারী ও সাদ্দাম হোসেনকে অসামাজিক কাজে লিপ্ত হতে দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করেন।