• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চরবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ২২:২২ অপরাহ্ণ
চরবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চরবাড়িয়া ইউনিয়নের লামচরি মধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সহ-সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক সোহেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের চরবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ হযরত আলী মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চরবাড়ীয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মাদ সোলায়মান নোমানী, লামছড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ সলিমুল্লা আকন, লামছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চরবাড়ীয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মাদ রায়হান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চরবাড়ীয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ আকাশ মাহমুদসহ অন্যান্যরা।