• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-বিজেপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় রনক্ষেত্র ভোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ২৩:১৩ অপরাহ্ণ
বিএনপি-বিজেপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় রনক্ষেত্র ভোলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডে জেলা বিজেপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় দল দুটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন নেতাকর্মীরা। এ উপলক্ষে কার্যালয়ের সামনে সভার আয়োজন করেন দলটি।

সভা চলাকালে সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা পাশের কার্যালয়ের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।

বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি-বিজেপি এবং পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল