• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ২২:৪৬ অপরাহ্ণ
স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম (৬০)। বৃহস্পতিবার ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। এ দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বিদ্যালয়েই মৃত্যুবরণ করেছেন তিনি।

 

ফজলুল করিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একই উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই বিদ্যালয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, শুক্রবার (৩১ অক্টোবর) তার কর্মজীবনের শেষ দিন ছিল। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ফজলুল করিম ১৯৯৩ সাল থেকে মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার পর হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তার এমন মৃত্যুর সংবাদ শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আজ শুধু চাকরি থেকে না, তিনি পৃথিবী থেকেই বিদায় নিয়ে গেলেন। তার এই মৃত্যুর শোকে কাতর পরিবার, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল