• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অপসোনিন কোম্পানির ৪০০ শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই, শ্রমিকদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ২৩:০৩ অপরাহ্ণ
বরিশালে অপসোনিন কোম্পানির ৪০০ শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই, শ্রমিকদের আহাজারি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বগুড়া রোডে অবস্থিত অপসোনিন ওষুধ কোম্পানি হঠাৎ করেই কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ না জানিয়ে আজ ( বুধবার ৩০ অক্টোবর) ৪০০ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এতে হতবাক ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা।

৪০০ শ্রমিকরা অভিযোগ করেন, “আমাদের না জানিয়ে হঠাৎ করে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমরা কোথায় যাবো, আমাদের পরিবার কিভাবে চলবে? না খেয়ে মরতে হবে আমাদের।”

এই অন্যায় ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে শত শত শ্রমিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কোম্পানিতে পরিশ্রম করেও এখন বিনা কারণে চাকরি হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী অপসোনিন কোম্পানির কর্তৃপক্ষ। তারা দ্রুত শ্রমিকদের পুনর্বহাল ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল