নিজস্ব প্রতিবেদক : ‘জিনের বাদশাহ’ সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকার হাটে চা খেতে গেলে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর মাঝি ভোলার লালমোহন উপজেলার চর কালাই দাস গ্রামের মৃত আজগর মাঝির ছেলে।
র্যাব—৮—এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, ‘‘জাহাঙ্গীর মাঝি ও তার সহযোগী মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ কয়েকজন দীর্ঘদিন ধরে নিজেদের ‘জিনের বাদশাহ’ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।’’
তিনি আরও জানান, সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার মো. দিদারুল আলম (৪০) নামের এক ব্যক্তি অনলাইনে প্রতারকদের দেওয়া বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। ব্যক্তিগত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রতারকেরা বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দিদারুল আলম চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন থেকে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে প্রতারক চক্রের আরেক সদস্য কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ‘অপর প্রতারকদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’