• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্কুলছাত্র ও গৃহ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপে দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ২২:২৬ অপরাহ্ণ
বরিশালে স্কুলছাত্র ও গৃহ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপে দুইজনের যাবজ্জীবন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র ও তার গৃহ শিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক এ রায় দেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালত চালুর পর প্রথম এ রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের দিনেশ ঘরামীর ছেলে শিশির ঘরামী (২২) ও একই এলাকার সুদীপ ঘরামীর ছেলে প্রদীপ ঘরামী (২১)। উভয়ে উপজেলার রহমত বাজারের স্বর্ণের ব্যবসায়ী।

অ্যাসিড নিক্ষেপে ভুক্তভোগীরা হলেন, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রোণর ছাত্র উৎপল হালদার (১৫) ও তার গৃহশিক্ষক কৃষি গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আশিষ মল্লিক (১৮)। ভুক্তভোগী ও দণ্ডিতরা পরস্পরের প্রতিবেশী।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, রহমতপুর বাজারে স্বর্ণের ব্যবসা নিয়ে স্কুল ছাত্র উৎপলের চাচা ও আসামিদের মধ্যে বিরোধ ও শত্রুতা ছিল। এর জের ধরে ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাতে ঘুমন্ত স্কুল ছাত্র ও গৃহশিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে উৎপলের মুখমণ্ডল ও আশিষের বাহু ঝলসে ও পুড়ে যায়।

এ ঘটনায় উৎপলের বাবা উত্তম হালদার বাদী হয়ে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় দুইজন নামোল্লেখ করে ছয় জনকে আসামি করেন। পরে এয়ারপোর্ট থানার এসআই নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতে বিচারকাজ চলাকালে ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়, পরে রোববার রায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ রায়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলেও মন্তব্য করেন পিপি নাজিমউদ্দিন আহমেদ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল