• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ২২:৪২ অপরাহ্ণ
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা,অবিভক্ত বাংলার প্রথম প্রধান মন্ত্রী কৃষককুলের নয়নের মনি শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী।

যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শের -ই- বাংলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এ উপলক্ষ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শের ই বাংলার সমাধীতে ( ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত ,জিয়ারত,দোয়া মাহফিল, তবারক বিতরণ ,সকাল ৯টায় সমাধী প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ র‌্যালী এবং সমাধীতে পুষ্পার্ঘ অপর্ণ করা হবে।

এছাড়া রবিবার সকালে শের-ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত

চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট, ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের-ই বাংলা একে ফজলুল হকের সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের-ই বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শের-ই বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল